পিএসএলে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তান ছাড়ছেন। তাদের সংযুক্ত আমিরাতের দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এরই মধ্যে পিএসএলের বাকি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এই অংশে বাংলাদেশের দুই ক্রিকেটার খেলবেন কি না জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, ‘সেটা তো বলতে পারব না। পাকিস্তান থেকে আগে বের হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’
এবারের পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে লিটন দাস চোটের কারণে কোনো ম্যাচ খেলার আগেই দেশে ফিরে আসেন। পাকিস্তানে অবস্থান করছিলেন রিশাদ ও নাহিদ। সূচি অনুসারে আজ রাওয়ালপিন্ডিতে রিশাদের লাহোর কালান্দার্স ও নাহিদের পেশোয়ার জালমি মুখোমুখি হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন একটি ভবনে ড্রোন হামলা পর আজ পাকিস্তানে পিএসএলের সব ম্যাচ স্থগিত করা হয়। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যদিও নতুন দিনক্ষণ ঠিক করা হয়নি।
কয়েক দিন ধরে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলার পর ক্রিকেটারদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। যা গতকাল স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর চরম মাত্রায় পৌঁছায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও। এরপরই আজ এল নাহিদ-রিশাদের পাকিস্তান ছাড়ার খবর।
এ মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজটিও এখন অনিশ্চয়তার মুখে। আগামীকাল বোর্ডের বাকি পরিচালকদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
খুলনা গেজেট/এএজে