রাজধানীর ডেমরা এলাকায় পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
তিনি বলেন, ডেমরা থানার পশ্চিম দেইল্লাপাড়া এলাকায় অসিম পরিবহনের একটি পার্ক করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর দুজন ব্যক্তি ঘুমিয়ে ছিলেন। নিহত নাইম আগুন লাগা বাসের হেলপার, অপরজন অন্য একটি বাসের হেলপার। এই ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা গেজেট/এনএম