খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

রাজধানীতে অক্টোবরে উই সামিট

নিজস্ব প্রতিবেদক

উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উই সভাপতি নাসিমা আক্তার নিশা বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারীকে অর্থনীতির মূল চালিকাশক্তির সাথে সম্পৃক্ত করতে হবে। নারীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আসন্ন উই সামিটে একাধিক সেশনে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন বিজনেসে নারীদেরকে সব সময় সক্রিয় থাকার ও ইনোভেটিভ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আপনার উপার্জিত প্রতিটি টাকা পরিবারের স্বচ্ছলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রেখে চলেছে।
দেশের নারী উদ্যোক্তাদের বৃহত্তম প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উইয়ের খুলনা বিভাগীয় মিটিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন উইয়ের পরিচালক ইমানা হক জ্যোতি। খুলনা ডিভিশন প্রধান আকসা ইসাডোরা হৈমর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ প্রতিনিধি নুরুন্নাহার লিলি ও সহ প্রতিনিধি মহুয়া আক্তারী তামান্না।

বিভাগীয় মিটিংয়ে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর থেকে ১২০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সভায় জানানো হয়, আগামী ১৪ ও ১৫ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ যাবৎকালের সর্ববৃহৎ নারী উদ্যোক্তা সামিট অনুষ্ঠিত হবে। সামিট উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সামিটে বিভিন্ন ওয়ার্কশপে উদ্যোক্তাদের সুলভ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তি, লজিস্টিক ইকো-সিস্টেমে নিজেদের মানিয়ে নেওয়া এবং ব্যবসায় সম্প্রসারণে অর্থায়ন, ফেসবুক মার্কেটিং, ফটোগ্রাফিসহ নানান বিষয়ে পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি অনলাইনে চলবে ৮টি সেশন। দ্বিতীয় দিনে চলবে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ‘ফ্যাশন শো’।

এই উদ্যোক্তারাই অনুষ্ঠান মাতাবেন সাংস্কৃতিক পরিবেশনায়। সমাপনী অধিবেশনে এবার ‘জয়ী’ সম্মাননায় ভূষিত হবেন সেরা ১০ জন নারী উদ্যোক্তা। এর মধ্যে ১০ জন থাকবেন উই সদস্য। বাকি ১০ জন হবেন অন্যান্য খাত থেকে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!