যশোরের অভয়নগরে সেমি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শফিকুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলের মালিক রনি ও তার ভাই জনিও আহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চেঙ্গুগুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে শফিকুল বয়লারে ভুসি দেয়ার কাজ করছিলেন। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ ফুট দূরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এ বিস্ফোরণে মিল মালিক রনি ও তার ভাই জনি গুরুতর আহত হন।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।