নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে সৈনিক পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক হওয়া যুবক হলেন, আল আমিন গাজী। তিনি খুলনার আড়ংঘাটার গাইকুড় গ্রামের মৃত রুস্তম গাজীর ছেলে। তার কাছ থেকে চাকরি দেয়ার নামে আত্মসাত করা ৬৭ হাজার ৩শ’ ৯০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার সহযোগী মাগুরা জেলার মোহাম্মদপুর থানার সিন্দাইল গ্রামের রতন মোল্লার ছেলে লিটন মোল্লা। তিনি পুলিশের অভিযানের বিষয়টি জানতে পেরে পালিয়ে যান। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাস বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ওই দু’জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এসআই রাজে কুমার দাস মামলার এজাহারে উল্লেখ করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা জানতে পারেন যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের স্বজনী গেটের সামনে দু’জন ব্যক্তি সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরি দেয়ার কথা বলে প্রতারণা করছে। তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে। অপর সহযোগী লিটন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এরপর আল আমিন গাজী স্বীকার করেন সেনাবাহিনীর সৈনিক পদে লোক ভর্তির নামে প্রতারণা করেছেন। চাকরি দেয়ার কথা বলে ওই টাকা নিয়েছেন। এসময় তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে। পরে মামলা দিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খুলনা গেজেট/ এসজেড