খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

যেভাবে মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব

গে‌জেট ডেস্ক

অন্যান্য সব ইলেকট্রনিক্স ডিভাইসের মতো মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কখনো আবার অল্প দিনের মধ্যেই ব্যাটারির আয়ু শেষ হওয়ার মতো প্রবণতা দেখা যায়। তবে, সহজ কিছু পদ্ধতি রয়েছে আছে, যেগুলোর মাধ্যমে মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

ডিসপ্লের যত্ন নেওয়া

মোবাইলের ক্ষেত্রেও বলা হয়, যদি ব্যাটারি খরচ কমাতে চান, তাহলে মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন। তবে এতটা কম রাখবেন না, যা আপনার চোখকে প্রভাবিত করে।

ব্যাটারি সেভার ব্যবহার করে

অনেকেই জানি না যে মোবাইল বা ট্যাবলেটে একটি ব্যাটারি সেভার বিকল্প রয়েছে। এটি দীর্ঘ ব্যাটারি ব্যবহারের অনুমতি দেয়।

তাই আপনি যদি চান ব্যাটারি খরচ কম হোক, তাহলে সেটিংস পরিবর্তন করুন। এতে আপনার মোবাইলটি স্বয়ংক্রিয় ব্যাটারি সেভার অপশনে চলতে শুরু করে। তবে এটি একবার সক্রিয় হয়ে গেলে, ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা হ্রাস পেতে পারে।

ব্লুটুথ/ওয়াইফাই বন্ধ রেখে

যখন ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই প্রয়োজন হয় না, তখন এটি বন্ধ রাখুন। এটি আপনার ব্যাটারিতেও একটি বড় পার্থক্য করে।

আসল চার্জার ব্যবহার করা

মোবাইল আসল চার্জার দিয়ে চার্জ করাই উত্তম। ডুপ্লিকেট চার্জার অনেক সময় ব্যাটারির ক্ষমতা নষ্ট করে ফেলে। এছাড়াও ডুপ্লিকেট চার্জার মোবাইল চার্জ করতে অনেক বেশি সময় নেয়। তাই মোবাইলের ব্যাটারির আয়ু বাড়াতে বা নিরাপদ রাখতে সবসময় সঠিক ও আসল চার্জার ব্যবহার করুন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!