খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

সারারাত মশানাশক যন্ত্র বা ধূপ জ্বালিয়ে রাখলে যে ক্ষতি

লাইফ স্টাইল ডেস্ক

মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে নিশ্চিন্ত ঘুমের জন্য অনেকেই সারারাত মশানাশক যন্ত্র বা ধূপ জ্বালিয়ে রাখেন। এটি কার্যকরী উপায় হতেই পারে। তবে তা শরীরের জন্য কতটা নিরাপদ এবং এটা কী শুধু মশাকেই নাশ করছে, নাকি পাশাপাশি শরীরেরও ক্ষতি করছে? এ বিষয়ে অনেকেরই জানা নেই।

মশানাশক যন্ত্র বা ধূপ শরীরের জন্য কতখানি নিরাপদ

মশানাশক যন্ত্র বা ধূপ শরীরের জন্য ক্ষতিকর কি না, তা বুঝতে হলে আগে জানতে হবে এগুলোতে কী ধরনের উপাদান ব্যবহার করা হয়। এক বিশেষজ্ঞ বলছেন, ‘মশা মারার জন্য সাধারণভাবে যে বৈদ্যুতিক ভেপরাইজার ব্যবহার করা হয়, তাতে অ্যালেথ্রিন বা প্রালেথ্রিন নামের এক ধরনের রাসায়নিক থাকে। যা তৈরি হয় চন্দ্রমল্লিকা জাতীয় গাছে পাওয়া প্রাকৃতিক কীটনাশক পদার্থ থেকে। ওই রাসায়নিক মশা দূরে রাখতে সাহায্য করে ঠিকই, তবে দীর্ঘ ব্যবহারে মানবদেহের ক্ষতি করতে পারে।

তার মতে, ‘মশানাশক তেল বা ধূপে ব্যবহৃত রাসায়নিকের ধোঁয়া যদি দীর্ঘ সময় ধরে শরীরে প্রবেশ করে, তবে তা থেকে নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের এবং শ্বাসের সমস্যা থাকা প্রাপ্তবয়স্কদের এই সমস্যা হতে পারে বেশি।’

সারারাত মশানাশক যন্ত্র বা ধূপ জ্বালিয়ে রাখলে কী হতে পারে

চিকিৎসকরা বলছেন, যদি ঘরে ঠিকমতো হাওয়া চলাচল না করে, তবে মশানাশক তেল বা ধূপের ধোঁয়া থেকে মাথা ধরা, চোখ জ্বালা, গলায় অস্বস্তি হতে পারে। বিশেষ করে শিশুদের যদি অ্যাস্থমার সমস্যা থাকে বা প্রাপ্তবয়স্কদের যদি অন্য কোনো অসুখ থাকে তবে সারারাত মশানাশক তেল জ্বালিয়ে রাখলে তাদের অস্বস্তি বেশি হবে। শ্বাসকষ্টের মতো সমস্যা যেমন হতে পারে, তেমনই নানা ধরনের অ্যালার্জিও হতে পারে।

তবে যা করবেন

সারারাত যদি মশানাশক তেল বা ধূপ জ্বালতেই হয়, তবে কয়েকটি বিষয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকেরা।

১। বিছানা থেকে বা যেখানে ঘুমাচ্ছেন, সেখান থেকে অন্তত কয়েক ফুট দূরত্বে রাখুন।

২। ঘরের অন্তত একটি জানলা খুলে রাখুন। তাতে ঘরে হাওয়া এবং অক্সিজেন চলাচলের মাত্রা ঠিক থাকবে।

৩। যদি সম্ভব হয়, তবে কয়েক ঘণ্টা জ্বালিয়ে রাখার পরে নিভিয়ে দিন। দরকার হলে ঘুমনোর কয়েক ঘণ্টা আগে জ্বালিয়ে রাখুন। বিছানায় যাওয়ার আগে নিভিয়ে দিন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!