খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার বিকালে নগরীর ধর্মসভা মন্দির প্রাঙ্গণে হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অস্বচ্ছল নারী ও পুরুষদের মাঝে নতুন বস্ত্র করেন।
বস্ত্র বিতরণকালে সিটি মেয়র বলেন, শারদীয় দুর্গোপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব। ধর্মীয় অনুষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে স্বাধীনভাবে পালনে করছে। যে কোন ধর্মীয় উৎসবই সকলের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। তিনি বলেন, সরকার দুর্গোৎসব পালনে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনাভাইরাসের কারণে এবারে দুর্গোৎসব পালন সীমিত পরিসরে হবে। যারা মন্দিরে আসবেন তাদের মাস্ক পরে আসতে হবে এবং প্রতিটি মন্দিরের গেটে হাতধোয়ার পানি, সাবান ও হ্যান্ডওয়াস রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিজয় কুমার ঘোষ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মি. নরবার্ট গোমেজ, আওয়ামী লীগের নেতা শ্যামল সিংহ রায়, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অরবিন্দ সাহা প্রমুখ।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক চারশত অস্বচ্ছল নারী ও পুরুষদের মাঝে নতুন বস্ত্র করেন।
খুলনা গেজেট/কেএম