খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

যুব বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

গত ফেব্রুয়ারিতে ইতিহাস লিখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপে শিরোপা জিতে আকবর হোসেনরা বাংলাদেশকে দিয়েছে প্রথম কোনও বৈশ্বিক সাফল্য। তাদের অনন্য অর্জনের পাঁচ মাস পেরিয়েছে কেবল, এরই মধ্যে শিরোপা ধরে রাখার পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের আসর দূরের পথ হলেও এখনই তাদের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ।
করোনাভাইরাসের কারণে কয়েক মাস খেলা নেই। মাঠের বাইরে কাটানো বর্তমান যুব দলের খেলোয়াড়দের নিয়ে ভাবনাও বেড়ে গেছে বিসিবির। সে কারণেই আজ (বুধবার) বৈঠকে বসেছিল গেম ডেভেলপমেন্ট কমিটি। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আগামী বছরের পরিকল্পনা নিয়েই আলোচনায় বসেছিলেন তারা।
যে আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ২০২২ সালের যুব বিশ্বকাপ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘মূলত আমাদের পরের বছরের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাত্র ১৬ মাস দূরে আছে। ওটাকে মাথায় রেখে কীভাবে এগোবো, যেহেতু অনেক মাস পিছিয়ে গেছি আমরা। মাঠেও যেতে পারছি না, ট্রেনিংয়ের ব্যবস্থাও করতে পারছি না। তাই কথা হয়েছে কী করতে পারি।’
আলোচনায় যুব দলকে দ্রুত মাঠের ফেরানোর পরিকল্পনাই হয়েছে। যদিও সুজন করোনা পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিচ্ছেন সব, ‘ঈদের পর যদি দেশের পরিস্থিতি ভালো হয় এবং সরকারের অনুমতি যদি পাই ও বোর্ড থেকে যদি ক্লিয়ারেন্স দেওয়া হয়, তাহলে আমরা অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পটা শুরু করতে চাই।’

নির্দিষ্ট কোনও তারিখ চূড়ান্ত হয়েছে কিনা, এমন প্রশ্নে সাবেক অধিনায়ক বললেন, ‘না, দিন-তারিখ দেওয়াটা বোকামি আসলে। তারপরও মাথায় একটা সময় নিয়ে এগোতেই হয়। আমরা একটা চিন্তা করছি যে আগস্টের মাঝামাঝি বা শেষ দিকে যদি করতে পারি। সেটা বিকেএসপিতে আমরা করার চিন্তা করছি। ওখানে লকডাউন করে চার সপ্তাহের একটা ট্রেনিং হবে।’
বিশ্বকাপজয়ী যুব দল নিয়েও আলাদা আলোচনা হয়েছে। তাদের নিয়ে ইংল্যান্ডে ক্যাম্প করার কথা শোনালেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ‘ওদের (বিশ্বকাপজয়ী যুব দল) নিয়ে আমরা অনেক ভালো কিছু করতে চাই। ইতিমধ্যে ইংল্যান্ডে আলাপ করেছিলাম। ওখানে লম্বা সময় ক্যাম্প করতে পারি কিনা। কিন্তু এই বছর তো আমরা মিস করছি। কারণ জুলাই মাস এরমধ্যে শেষ হয়ে যাচ্ছে। এরপরে সেপ্টেম্বর-অক্টোবরে গিয়ে আপনি ওই কন্ডিশনটা পাবেন না। তো আমরা এখন থেকেই ভেবে রাখছি যে আগামী বছরের জুন-জুলাইয়ের দিকে যদি একটা ৬০ দিনের ক্যাম্প করতে পারি।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!