যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিরাও উপভোগ করেছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠান দেখতে গিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। এরপর তাদের খাওয়ানো হয়েছে ব্যতিক্রমি খাবার আম ও দুধ।
দুপুরের নিয়মিত খাবারের সাথে তাদেরকে শনিবার আম, দুধ খাওয়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য শনিবার সকালে কারা অভ্যন্তরে এলইডি প্রজেক্টর বসানো হয়। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে পদ্মা সেতুর উদ্বোধনের পুরো অনুষ্ঠান বন্দিদের সাথে নিয়ে তিনি উপভোগ করেছেন।
এছাড়া এ উপলক্ষে বন্দিদের আম ও দুধ খাওয়ানো হয়েছে। জাতির মর্যাদাপূর্ণ আনন্দঘন এ অনুষ্ঠান সবার সাথে ভাগ করে নেবার জন্য এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/ এস আই