জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন শেখ আবু শাহীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন সিনিয়র জেলা তথ্য অফিসার এএসএম কবীর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা রেহেনেওয়াজ রনি।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহে চারদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ২ হাজার ২৮৮টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২০ হাজার ৭৩৭ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৩৭ হাজার ৩৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লাখ ৮৩ হাজার ৭০২ জন রয়েছে।
খুলনা গেজেট/এনএম