যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে পরিবহনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘনাটি ঘটে। তারা তিনজন কলেজছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবসী জানিয়েছে, যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আসিফ (১৯), তার বন্ধু বাজে দুর্গাপুর গ্রামের আরমান (১৮) ও সালমান (১৯)।
এদিন বিকেলে মোটরসাইকেল চালিয়ে ঘুরতে ঝিকরগাছায় যায়। ফেরার পথে রাত ৯টার দিকে তারা বেনাপোল সড়কের নতুনহাট স্টোন ইটভাটার সামনে পৌছালে বেনাপোলমুখি একটি দ্রুতগতির পরিবহন তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আসিফ ও আরমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ও সালমানকে যশোর হাসপাতালে রেফার করেন। এরপর সালমানকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে তাকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দীন বলেন, দুর্ঘটনায় আহত সালমানের পা ঘটনাস্থলেই কাটা পড়েছে ও শরীরের বিভিন্নস্থানে আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
নিহত সালমানের পিতা আলমগীর হোসেন বলেন, তার ছেলের পুলিশে চাকরি হয়েছে। আগামী মাসে তার জয়েন্ট করার কথা। কিন্তু সে আর বাড়ি ফিরলো না।
বিষয়টি নিয়ে যশোর কোতােয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিবহন বাসটি শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। ময়না তদন্তের পর তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।