যশোরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীর দেড় বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি মিলন হোসেন মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মন্জুরুল ইসলাম এ আদেশ দেন।
এরা আগে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের আব্দুল মান্নান গাজীর মেয়ে রুপা খাতুন বাদী হয়ে যৌতুকের অভিযোগে যশোর আদালতে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর মিলনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে রুপার ওপর নির্যাতন শুরু হয়। এ টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাকে মারপিট করা হয়। এক পর্যায় মিলন তাকে একলাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। টাকা দিতে না পারায় রুপাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ও পুনরায় বিয়ে করার হুমকি দেয়। এক পর্যায়ে বাদী আদালতে মামলাটি করেন।
খুলনা গেজেট/এ হোসেন