যশোরে হোসাইন মোহম্মদ রুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ভাষা আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি ভাষা শহরের কাজীপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ রাত সাড়ে ১০টায় এ মামলার প্রধান আসামি আরিফ রুম্মানকে পাওনা টাকা নেয়ার জন্য দেখা করতে বলে। রুম্মান টাকা নেয়ার জন্য পুরাতন কসবা কাঠালতলার জব্বারের ভাংড়ি দোকানের পেছনে গিয়ে আরিফের কাছে পাওনা টাকা চায়। এ টাকা না দেয়ায় আরিফের সাথে রুম্মানের কথা কাটাকাটি হয়।
এসময় পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, লোহার রড ও বার্মিজ চাকু নিয়ে হত্যার উদ্দেশ্যে তারা রুম্মানের উপর হামলা চালায়। পরে রুম্মানকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রুম্মানের দুলাভাই পুরাতন কসবা পুলিশ লাইন গেটের লাইকুজ্জামানের ছেলে আলিমুজ্জামান ১১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন ভাষা। তিনি দীর্ঘদিন পলাতক থেকে বৃহস্পতিবার আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিহত রুম্মান পুরাতন কসবা পুলিশ লাইন মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারির ছেলে।
খুলনা গেজেট/ টি আই