যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দীপক কুমার রায়ের বেজপাড়াস্থ রায় বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন ভক্ত, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, দৈনিক গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, সাবেক ছাত্রনেতা শাহিন চৌধুরী, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুকুল প্রমুখ।
স্বাগত বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও পূজার আয়োজক দীপক কুমার রায়। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। শেষে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে রায় বাড়ির ১৩ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপূজার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খুলনা গেজেট/এনএম