যশোরে যৌতুক মামলায় ববি হোসেন নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ববি হোসেন মণিরামপর উপজেলার গয়েশপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ নভেম্বর আসামি ববির সাথে মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের কওসার আলী মোল্লার মেয়ে চায়না খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় ববিকে যৌতুক হিসেবে দেড় লাখ টাকার মালামাল দেয়া হয়। চায়না গর্ভবতী হলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ববি। এরপর থেকে স্ত্রীর আর খোঁজ খবর নেয়না ববি। এরমাঝে চায়না একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু চায়না ও তার সন্তানের দেখভাল না করায় চায়না ও তার সন্তানকে নিয়ে ববির বাড়িতে যান মা। সেখানে কয়েক মাস থাকার পর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে ববি। এ টাকা না দেয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে ববি। এক পর্যায়ে স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। সর্বশেষ ২০২১ সালের ১২ মার্চ চায়নার পরিবার ববিকে ডেকে ফের সংসার করার অনুরোধ জানায়। কিন্তু ববি যৌতুকের টাকা ছাড়া সংসার করবে না বলে জানায়। বাধ্য হয়ে চায়না ২০২১ সালের ১৬ মার্চ আাদালতে মামলা করেন। আদালত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে আসামির এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি ববি বর্তমানে পলাতক রয়েছেন।
খুলনা গেজেট/ টি আই