যশোরে স্ত্রী, শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার সদর উপজেলার ফতেপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত সালাম মোল্লার ছেলে ইসরাইল হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামি নাসিমা খাতুনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, সদর উপজেলার তেজরোল গ্রামের বাদীর শ্বশুর শরিফুল মন্ডল ও তার স্ত্রী নাসিমা খাতুন এবং শ্যালক এনামুল মন্ডল।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ অক্টোবর ইসরাইল হোসেন নাসিমা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। নানা অজুহাতে অপর আসামিদের প্ররোচণায় নাসিমা খাতুন সংসারে অশান্তি শুরু করে। এরমধ্যে নাসিমা তার নামে জমি কিনে আলাদা বাড়ি করে দেয়ার জন্য চাপ দিতে থাকে। নাসিমার প্রস্তাবে রাজি না হওয়ায় তার নামে ব্যাংকে ১০ লাখ টাকা জমা রাখার প্রস্তাব দেয়। বিষয়টি নাসিমার পরিবারকে জানালে তার পিতা ও ভাই বাড়িতে এসে একই প্রস্তাব দিয়ে অনড় থাকে।
এ নিয়ে নাসিমা ঝগড়া বিবাদ করে মেয়েকে রেখে বাড়ির মূল্যবান জিনিষপত্র নিয়ে পিতার বাড়ি চলে যায়। গত ১৬ সেপ্টেম্বর বিষয়টি মীমংসার জন্য বৈঠক করা হলে আসামিরা দাবিকৃত যৌতুক ছাড়া নাসিমা সংসার করবেন না বলে জানিয়ে দেয়। এ বিষয়ে মীমাংসায় ব্যর্থ হয়ে ইসরাইল হোসেন আদালতে এ মামলা করেছেন।