যশোরে মাদক মামলায় রিজিয়া খাতুন রিজু নামে এক নিরক্ষর নারীকে কারাদণ্ডের পরিবর্তে স্বাক্ষরজ্ঞান অর্জনসহ ৭ শর্তে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন। রিজিয়া খাতুন শার্শা উপজেলার বাগুড়ী বেলতলার মৃত আবুল কালামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফা ইয়াসমিন।
বিচারক তাঁর রায়ে উল্লেখ করেছেন, আসামি প্রথমবার এ অপরাধ করেছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আসামি অশিক্ষিত এবং তার বিবাহযোগ্য কন্যা সন্তান রয়েছে। তিনি বিধবা ও তার দেখাশোনার জন্য পরিবারের অন্য কোনো সদস্য নেই। শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে দোষী সাব্যস্ত আসামিকে শর্তসাপেক্ষে যশোরের প্রবেশন অফিসার ও শার্শা উপজেলা সমাজসেবা অফিসারের তত্বাবধানে ও নিয়ন্ত্রণে তিন বছরের জন্য প্রবেশনে মুক্তি প্রদান করা হলো। এসময়ে তিনি সাক্ষর জ্ঞান অর্জন করবেন ও সাথে আরো ৭টি শর্ত দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জানুয়ারি শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজার থেকে রিজিয়া খাতুন রিজুকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামাল হোসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
খুলনা গেজেট/ টি আই