যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামে
মাটিবাহী ট্রাকের সাথে বাই সাইকেলের ধাক্কায় দু’জন নিহত ও
একজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে চার
টায়।নিহতরা হলেন, শহরের চাঁচড়া খামারপাড়ার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি ও চাঁচড়া বর্মণপাড়ার সূর্য চন্দ্র।এসময়
খামারপাড়ার নন্দ নামে আরেকজন আহত হয়েছেন।
এদিকে, অপর ঘটনায় যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।দেয়াড়া ইউনিয়নের দায়িত্বরত কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম জানান, এড়েন্দা গ্রামে নিহত ও আহতরা একসাথে তিনটি বাই সাইকেলে মাছ ধরতে যাচ্ছিলো।সে সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তিনজনের সাইকেলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আফ্রিদি ও সূর্য চন্দ্রকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছে।
এদিকে, যশোরের ধর্মতলায় দ্রুতগামী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়। আহতদের উদ্ধার করে যশোর জেনারেলহা সপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, ঝিকরগাছা উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র আকিব মাহমুদ অর্ণব (২০), শহরের খড়কি এলাকার জহুরুল ইসলামের ছেলে টিএম সাইফুল ইসলাম, ঝিকরগাছারই ত্তেপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সামি ও ইজিবাইক চালক পালবাড়ি এলাকার মঞ্জুর ছেলে মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ধর্মতলায় এমএ খান পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ইজিবাইকের ধাক্কা দেয়।এসময়
ইজিবাইকে থাকা ৬ জনই গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) একে এম সফিকুল
আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বাসটি
জব্দ করা হয়েছে।চালক পালিয়ে গেছে।
খুলনা গেজেট/ বিএমএস