খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

যশোরে বিএনপির আরও ১২ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুলিশ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের আরও ১২ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন কোতোয়ালি থানার ছয়জন,বেনাপোল থানার চারজন, অভয়নগরের একজন ও মণিরামপুরের একজন।

কোতোয়ালি থানার মামলায় আটককৃতরা হলেন, শহরের বকচর হুশতলার আব্দুর রউফ, বকচর এলাকার আব্দুর রাজ্জাক, কচুয়া গ্রামের বাবুল হোসেন বাবু, একই গ্রামের মুকিত আলী, ঘুরুলিয়া গ্রামের কামাল হোসেন ও শাখারীগাতি গ্রামের জুলফিকার আলী।

এছাড়া, বেনাপোল পোর্ট থানার মামলায় বেনাপোল পৌর এলাকার মেহেদী হাসান, বারপোতার মিকাইল ইসলাম, রায়পুরের আমানত উল্লাহ, একই গ্রামের মজিবর রহমান, অভয়নগর থানার চলিশিয়া গ্রামের মিলন হোসেন ও মণিরামপুর থানার গাঙ্গুলিয়া গ্রামের হাসেম আলীকে আটক করা হয়। বৃহস্পতিবার আটকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!