বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকালাদার রেন্টু, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশনন্দ মহারাজ, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ।
বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের চারটি স্থানে এ প্রদর্শনী হবে। খুলনা বিভাগের প্রদর্শনীটি যশোরে অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে। আগামী রবিবার এ প্রদর্শনী শেষ হবে।
খুলনা গেজেট / এমএম