যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে পিতা ও মাকে মারপিট করে হত্যা চেষ্টা, ভাঙচুর ও টাকা কেড়ে নেয়ার অভিযোগে ছেলে সেলিম হোসনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার সেলিমের পিতা শুকুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি সেলিম হোসেন মাদকে আশক্ত। নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কার্মকান্ডে জড়িত। মাঝে মাঝে টাকার জোগাড় না হলে বাড়িতে এসে টাকার জন্য মা ও বাবাকে গালিগালাজ ও মারপিট করে। ৬ ডিসেম্বর বিকেলে সেলিম ফের তার মা ও বাবাকে গালিগালাজ করে এক লাখ টাকা দাবি করে। এ টাকা দিতে অস্বীকার করলে সেলিম ঘরে ঢুকে ভাঙচুর ও পাঁচ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় তার মা ও পিতা বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে তাদের হত্যার চেষ্টা করে। এরমধ্যে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদেরকে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় অসহায় পিতা আদালতে এ মামলা দায়ের করেছেন।