র্যাব-৬ এর অভিযানে যশোর থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আজ শনিবার ( ১৬ জুলাই) মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতার করেছে। আলামতসহ আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাউলিয়া এলাকার মোঃ শরিফুল ইসলাম(২২) নামক এক যুবক একই এলাকায় যশোর সিটি কলেজের এক ছাত্রীর গোসলরত অবস্থায় আপত্তিকর ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ছাত্রীর পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দেয় এবং পারিবারিক ও সামাজিকভাবে মর্যাদাহানী করে। এ বিষয়ে ভিকটিমের বাবা যশোর জেলার কোতয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬ মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় আজ ১৬ জুলাই র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারনামীয় প্রধান আসামী যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি দুপুরে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাউলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মোঃ শরিফুল ইসলাম(২২), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে তার মোবাইলে থাকা পর্নোগ্রাফি ভিডিসহ গ্রেফতার করে।
খুলনা গেজেট/ টি আই