যশোর শহরতলীর খোলাডাঙ্গায় ওজোপাডিকোর উপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ জুন) তদন্ত কার্যক্রমের দিনক্ষণ ঠিক করে আগামী সোমবার প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কাজ শুরুতেই নানা ভুল ও অনিয়মের তথ্য মিলেছে। যদিও এসব নিয়ে মাথা-ব্যথা নেই কর্তৃপক্ষের। আবার শ্রমিকদের অভিযোগও আমলে নিচ্ছে না কেউ।
সংশ্লিষ্ট সূত্র ও শ্রমিকদের সাথে কথা বলে মিলেছে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। এ দুর্ঘটনার জন্য ইঞ্জিনিয়ারদের দায়ী করেছেন আহত শ্রমিকরা। তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও ওজোপাডিকো কর্তৃপক্ষ। দুর্ঘটনা কবলিত ভবন শহরতলীর খোলাডাঙ্গায় কিন্তু সাইন বোর্ডে লেখা রয়েছে কারবাল বিদ্যুৎ উপকেন্দ্র। ধসে পড়া নির্মাণাধীন ভবনটি থেকে কারাবালার দুরত্ব এক কিলোমিটারের বেশি। তাছাড়া খোলাডাঙ্গা আরবপুর ইউনিয়নের আওতাভুক্ত আর কারবালা যশোরে পৌর এলাকার একটি অংশ।
২২ জুন ভবনের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ার ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক আহত হন। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রওশন আলী বলেন, যখন প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছিল, তখন স্থানের নাম ভুল করে কারবালা লেখা হয়। সেইভাবে প্রকল্প পাসের পর বিষয়টি নজরে আসে। তারপর স্থানের নাম সংশোধনের চেষ্টা করার উদ্যোগ নেয়া হয়, কিন্তু দেখা দেয় বিপত্তি। নাম সংশোধন করতে গেলে পাস হওয়া প্রকল্পটি একেবারে বন্ধ হওয়ার উপক্রম হয়। যে কারণে সংশোধনের জায়গা থেকে সরে এসে ভুল ঠিকানায় কাজ শুরু করা হয়। কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকানা সংশোধনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, ২২ জুন দুর্ঘটনায় আহত শ্রমিকদের অভিযোগ এসব ভবন নির্মানে লোহার পাইপ দিয়ে সেন্টারিং করতে হয়। কিন্তু ইঞ্জিনিয়াররা বাঁশ দিয়ে কাজ সারতে বলেন। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ৯ জন শ্রমিক আহত হন। যাদের মধ্যে গুরুতর আহত ৪ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ঝিনাইদহের ওজোপাডিকো প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি ভুলের জন্য না, স্রেফ একটি দুর্ঘটনা। এ ধরনের আরও অনেক প্রকল্প চলমান রয়েছে। সেসব স্থানে বাঁশ দিয়েই সেন্টারিং করে ছাদ ঢালাইর কাজ হয়। তিনি বলেন, ছাদ ধসের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার থেকে ওই কমিটি কাজ শুরু করবে। সোমবার তারা রিপোর্ট দেবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওজোপাডিকোর উর্দ্ধতন এ কর্মকর্তা।
খুলনা গেজেট/এসজেড