বেনাপোলে ট্রেনে কাটা পড়ে মো. আসাদুজ্জামান লাভলু (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বেনাপোলের আমড়াখালি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান লাভলু সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওযার্ডের টিপিসকাঠি গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।
বেনাপোল রেলওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (মঙ্গলবার) বিকাল ৪ টার দিকে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ‘রুপসী বাংলা’ এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় আমড়াখালি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান আসাদুজ্জামান লাভলু।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এইচ