খুলনা, বাংলাদেশ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার

যশোরে ট্রাক শ্রমিক ইউনিয়নের দু’গ্রুপের সংঘর্ষে দুই নেতা জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় দুই নেতা আহত হয়েছেন।

তারা হলেন প্রচার সম্পাদক আবু সাইদ মিন্টু (৫০) ও কার্যনির্বাহী সদস্য বাহাদুর হোসেন (৪৫)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ আগস্ট) রাতে শহরের নিউমার্কেট ট্রাক টার্মিনালে। মিন্টু শহরের বেজপাড়া কবরস্থান মোড়ের ও বাহাদুর শহরের খড়কি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন নিউমার্কেট ট্রাক টার্মিনালে নির্বাচনী সাধারণ সভা ছিল। এ নিয়ে সারাদিন পাল্টাপাল্টি উত্তেজনা চলছিল। বিকেলে বহিরাগতরা তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। মিন্টু তাদের নিবৃত করে অফিস রুমে গিয়ে বসেন। একপর্যায়ে রাত ৯টার দিকে লাল্টু-বাহাদুর পরিষদের কার্যনির্বাহী সদস্য বাহাদুরের নেতৃত্বে ১০/১২ জন শ্রমিক এসে আচমকা তাকে বেধড়ক মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আলম পরিষদের নেতৃত্বে ২০/২২ জন বাহাদুরকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, দুইজনেরই শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!