অস্ত্র মামলায় শার্শা উপজেলার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদের ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত লিটন শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামে সুরুজ মিয়ার ছেলে। রোববার(১৮ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশের কাছে খবর আসে নিজ বাড়িতে লিটন অবস্থান করছেন এবং তার কাছে অস্ত্র রয়েছে। তাৎক্ষনির শার্শা থানার একটি টিম লিটনের বাড়িতে অভিযান চালায় । এসময় তার ঘর থেকে একটি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা করেন এসআই মেহেদী হাসান। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। রোববার এ মামলার রায় ঘোষনার দিনে লিটনের উপস্থিতিতে বিচারক তাকে অস্ত্র রাখার অপরাধে ১০ বছর ও গুলি আইনের ধারায় আরও সাতবছর সর্বমোট ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন। পরে লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
খুলনা গেজেট/এএজে