জাতীয় সংগীত ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে যশোর জেলা ছাত্রদল। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ছাত্র-জনতার বীরোচিত লড়াই ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৩০ জুন) রাতে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের মনিহার এলাকায় অবস্থিত বিজয়স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
খুলনা গেজেট/এইচ