যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হোসেন আলী শানু মারা গেছেন। শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শানু শহরের রায়পাড়া কয়লাপট্টির আসাদুজ্জামানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। গত বুধবার বিকেলে নিজ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
নিহতের পিতা আসাদুজ্জামান জানান, গত বুধবার দুপুরে কয়লাপট্টি এলাকার আওয়ামী লীগ অফিসের সামনে শানু গাড়ি রেখে বাড়িতে খেতে যাচ্ছিল। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে ডাক দেয়। কিন্তু শানু খেতে যাচ্ছে বললে তারা আরও ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতািেনয়ে ভর্তি করেন। সেকানে তার অবস্থার অবনতি হলে জরুরিভাবে তাকে খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শানুর মৃত্যু হয়। পরে ময়না তদন্ত শেষে তার মরদেহ সন্ধ্যায় যশোরে আনা হয়।