যশোর সরকারি এমএম কলেজের সামনে তরিকুল ইসলাম নামে এক যুবককে ছিনতাই চেষ্টার অভিযোগে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খড়কী দক্ষিণপাড়ার রিন্টু ও মামুনসহ একদল যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহতের পকেট থেকে একটি চাকু উদ্ধার হয়েছে বলে দাবি করেন স্থানীয় যুবক রিন্টু। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। রুনা নামে এক তরুণী আহত যুবকের ভাগ্নী পরিচয় দিয়ে অভিযোগ করেন ছিনতাই নাটক সাজিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তরিকুল ইসলামকে ওই যুবকরা পিটিয়েছে। এ সময় রিন্টু ও রুনার মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত তরিকুলকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আহত যুবকের পকেটে চাকু ঢুকিয়ে ছিনতাই নাটক সাজানোর অভিযোগ করেছেন এমএম কলেজের দক্ষিণ পাশের কয়েকজন বাসিন্দা। তারা বলেছেন, স্থানীয় রিন্টু ও মামুনসহ একদল যুবক তাকে ছিনতাইকারী বলে মারপিট করেছে।
এ বিষয়ে অভিযুক্ত যুবক রিন্টু তার একটি বাটন মোবাইল ফোন দেখিয়ে দাবি করেন তাকে চাকু মেরে মোবাইলটি ছিনতাইয়ের চেষ্টা করে তরিকুল। তখন তাকে লাথি মেরে ফেলে দিলে স্থানীয় জনতা তাকে মারপিট করে আহত করেছে।
খুলনা গেজেট/এনএম