যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন যশোরের ও একজন ঝিনাইদহের বাসিন্দা। একই সময় জেলায় আরও ৬৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার সকাল থেকে সোমবার(৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দু’জন পুরুষ ও দু’জন মহিলা মারা যান। এদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ও একজন উপসর্গ নিয়ে ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতরা হলেন, যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা পারভীন (৫০), শার্শা উপজেলার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে আব্দুল হামিদ (৯০), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে ওয়াহিদুল (৬৫)। এছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছেন যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের মুজিবর শেখের স্ত্রী মনিরা বেগম (৭৫)।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি জানান, সোমবার জেলায় নতুন করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুশ’ ৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জন শনাক্ত হন। শনাক্তের হার ২২ দশমিক ৪১ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৮৩টি নমুনায় ৪৫ জন ও হাসপাতালের র্যাপিড এন্টিজেন একশ’ সাতটি নমুনায় পরীক্ষায় ২০ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৫১ জন, অভয়নগরে এক, বাঘারপাড়ায় চার, ঝিকরগাছায় এক, মণিরামপুরে দুই ও শার্শায় তিনজন করে রয়েছেন।
যশোর জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৪ হাজার পাঁচশ’ ৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার নয়শ’ ৯৮ জন। মৃত্যু হয়েছে পাঁচশ’ ২৭ জনের।
খুলনা গেজেট/ এস আই