‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে যশোরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, এক সময় যশোর জেলা ছিল অপরাধের জনপদ। সেই দুর্নাম এখন আর নেই। জেলায় আগের চেয়ে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পুলিশকে গণমুখি ও জনবান্ধব করার জন্য যশোরের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নেও বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং ও তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন। এসব কারণেযশোরে আর সন্ত্রাসবাদ থাকবে না।
অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আলী আকবর, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা শেষে জেলা কমিউনিটি পুলিশিং কাজে অবদান রাখায় যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) সুমন ভক্ত ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ইকবল হোসেনকে পুরুস্কৃত করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, জামাল আল নাসের (খ সার্কেল), অপু সরোয়ার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহম্মেদ খান, জুয়েল ইমরান (নাভারণ সার্কেল), ডিবি ওসি সৌমেন দাস ও ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ড) শেখ হেনা মিলন।
খুলনা গেজেট /এমএম