যশোরের চাঁচড়া ইউনিয়নে নৌকার পক্ষে ভোট করায় তিনজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিজয়ী বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের মাহিদিয়া বাজারে এ হামলার ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, নৌকার কর্মী রুদ্রপুর গ্রামের আনোয়ার হোসেন মিলন (৪০), সাজ্জাদ হোসেন (৪২) ও মাহিদিয়া গ্রামের আবুল খায়ের (৩৮)। এদের মধ্যে আনোয়ার হোসেন মিলন ও সাজ্জাদ হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আনোয়ার হোসেন মিলন জানান, তিনি পেশায় বালি ব্যবসায়ী। ট্রাকে করে ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি বালি সরবরাহ করেন। নৌকার পক্ষে কাজ করার জন্য ভোটের পরদিন থেকে আনারস প্রতীকের সমর্থকরা তাকে হুমকি দিয়ে আসছিলেন। ইউনিয়নে তার ট্রাক প্রবেশে বাঁধা দেয়া হচ্ছে। রবিবার দুপুরে মাহিদিয়া বাজারে তার ট্রাক আটকে দেয়া হয়। সেখানে খোঁজ নিতে গেলে আনারসের সমর্থকরা তাকেসহ তার সঙ্গীদের উপর হামলা চালান।
মাহিদিয়া গ্রামের আশরাফুল ইসলাম, সুজা উদ্দিন ও ইব্রাহীম হোসেনের নেতৃত্বে এ হামলা করা হয়। তাদের হাতুড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। এরপর থেকে এলাকায় নৌকার ভোটার ও সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবাধে কেউ চলাচল করতে পারছেন না।