যশোরের বাঘারপাড়ার খাজুরায় আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার খাজুরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নৈশ প্রহরীরা জানান, খাজুরা টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে লিটনের ফার্নিচারের কাঠগোলা দোকানে প্রথমে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের নার্সারি ঘর ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। সাথে সাথে বাজারের নৈশ প্রহরীরা খাজুরা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান ও মসজিদের মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভাতে পুলিশ, নৈশ প্রহরী ও স্থানীয়রা সহযোগিতা করেন।
বাজারের ব্যবসায়ী বলেন, দ্রুত আগুন নেভাতে না পারলে আগুন আরও ছড়িয়ে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি দোকান পুড়ে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
খুলনা গেজেট/ এসজেড