যশোরে মক্কেলের জমির দলিল আটক রেখে মারপিটের অভিযোগ উঠেছে আইনজীবী পিতা-পুত্রের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে অভিযুক্ত দুই আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পিকে শোকজ করা হয়েছে। একইসাথে সাতদিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।
শাহীনুর আলম শাহীন জানিয়েছেন, আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পির বিরুদ্ধে লোন অফিস পাড়ার শাহানারা খাতুন সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগ একটি জমি সংক্রান্ত মামলার বিষয় নিয়ে তাকে নিজ অফিসে ডেকে মারপিট করেন। এতে তিনি, তার ছেলে ও স্বামী আহত হন। যা তার পেশা ও সংগঠন বিরাধী। এত সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এরই প্রেক্ষিতে সার্বিক বিষয় আমলে নেয় জেলা আইনজীবী সমিতি। তারই অংশ হিসেবে বুধবার ওই দুই আইনজীবীকে শোকজ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম