খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

যশোর সীমান্তে দুঃস্থদের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি

৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে যশোর সীমান্তের বেনাপোল ও পুটখালীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ২১ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রবিবার (১৫ আগস্ট) দুপুরে এ ত্রান বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আটা,লবন ও সাবান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত সীমান্তবর্তী গ্রাম গোগা, অগ্রভূলোট ও পুটখালী এলাকায় উপস্থিত হয়ে ত্রান বিতরণ করেন অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর ই এলাহী ও এডি তফসির।

অপর দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত সীমান্তবর্তী গ্রাম বেনাপোল, রঘুনাথপুর ও শিকারপুর গ্রামে এ ত্রান বিতরণ করেন অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা ও টুআইসি মেজর তৌফিকুর রহমান।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর ই এলাহী ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, ৪৬ তম জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বডারগার্ড বাংলাদেশ দেশের সীমান্ত অঞ্চলে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতায় আজ দুপুরে ২১ বিজিবি ব্যাটালিয়ন ২০০ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ৪০০ দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!