খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

যশোর শিক্ষাবোর্ডে প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, যশোর

শান্তিপূর্ণ পরিবেশে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ নভেম্বর) প্রথমদিনে বাংলা পরীক্ষায় ৯৭ হাজার ৩৩২ পরীক্ষার্থী অংশ নিয়েছে। ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, যশোর শিক্ষাবোর্ডে বাংলা প্রথমপত্রে পরীক্ষার্থী ছিলো ৯৯ হাজার ২৩৬ জন। তারমধ্যে ৯৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। আর অনুপস্থিত রয়েছে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী। এদিন কোনো পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শক বহিষ্কার হননি।

তিনি আরো বলেন, অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৭৫, বাগেরহাটে ১২৪, সাতক্ষীরায় ২৬৫, কুষ্টিয়ায় ১৮১, চুয়াডাঙ্গায় ১৩৯, মেহেরপুরে ৯২, যশোরে ২৯৪, নড়াইলে ৯৯, ঝিনাইদহে ২৬৯ ও মাগুরায় ১৬৬ জন রয়েছে। ২২৮টি পরীক্ষা কেন্দ্র ও তার আশেপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে। যথাযথভাবে পরীক্ষা আইন বাস্তবায়ন করা হয়েছে। কঠোর বিধি-নিষেধের মধ্যদিয়েই সব পরীক্ষা সম্পন্ন করা হবে। কোনো রকম পরীক্ষা আইনের বার্ত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!