যশোর পৌরপার্কের পুকুরের পানিতে ডুবে ক্যাডেট কলেজ পড়ুয়া মেধাবি ছাত্র ফারহান তানভির নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত যশোর ও খুলনার ডুবুরিরা শত চেষ্টা করেও তার খোঁজ পায়নি। এ পুকুরে তিন বন্ধুর সাথে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে তার মৃত্যু ঘটেছে। সে যশোর শহরের আরবপুর এলাকার বিমান বাহিনীর কর্মকর্তা আকরাম হোসেনের ছেলে।
পৌর পুকুরপাড়ে কান্নারত তিন বন্ধু জানায়, এদিন বিকেলে বন্ধু ফারহান তানভিরসহ তারা চারজন প্রথমে ডা. আব্দুর রাজ্জাক কলেজ মাঠে ফুটবল খেলে। এরপর গোসল করতে পৌরপার্কের জিমন্যাসিয়াম সাইডের পুকুরে নামে। সেখানে এক পর্যায়ে প্রতিযোগিতামূলকভাবে পুকুর আড়াআড়িভাবে সাঁতার কেটে পাড়ি দেয়া শুরু করে। পুকুরের মাঝখানে এসে ফারহান দম হারিয়ে ডুবে যেতে থাকে। তার চিৎকারে অন্য তিন বন্ধু এগিয়ে যাবার আগেই সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে যশোর ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুকুরে নেমে ব্যাপক খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি। এসময়ে পৌরপার্কের পুকুরের পাড় জুড়ে গোটা শহরের মানুষের ভিড় জমে যায়। কোতোয়ালি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর খুলনা থেকে নৌ বাহিনীর ডুবুরিরা এসে রাত সাড়ে ৮টা পর্যন্ত তল্লাশি চালিয়েও ফারহানকে উদ্ধার করতে পারেনি। এসময়ে তারা উদ্ধার অভিযান আগামীকাল সকাল ৬টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। জানিয়ে দেন শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করা হবে। তারপরেও পুকুর পাড়ে বসে ছিলেন হতভাগ্য পিতা-মাতাসহ তিনবন্ধু ও উৎসুক জনতা।
খুলনা গেজেট/এমএইচবি