খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

যশোর ফায়ার সার্ভিসে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি

যশোরে দু’যুবককে ফায়ার সার্ভিসে চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আট লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আকিদুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আকিদুল হক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট (বারবাজার) গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ ডিসেম্বর) ভুক্তভোগী যুবকের পিতা বাবর আলী এ মামলা করেন। তিনি সদর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।

বাদী বাবর আলী মামলায় বলেছেন, অভিযুক্ত আকিদুল হক তার ঘনিষ্ঠ আত্মীয়। তিনি তার ছেলেসহ দুই যুবককে ফায়ার সার্ভিসে চাকরি পাইয়ে দিতে পারবেন বলে তাকে জানান। এ জন্য তিনি ১৬ লাখ টাকা দাবি করেন। ফলে বাবর আলী তার ছেলে সবুজ ও প্রতিবেশী আশিককে চাকরির জন্য আকিদুল হকের সাথে যোগাযোগ করেন। এসময় আকিদুল জানান, প্রথমে তাকে অর্ধেক টাকা অর্থাৎ ৮ লাখ টাকা এবং চাকরি হলে বাকি ৮ লাখ টাকা দিতে হবে। এরই প্রেক্ষিতে ২০১৮ সালের এপ্রিল থেকে বিভিন্ন সময় আকিদুল হককে মোট ৭ লাখ ৯০ হাজার টাকা দেন বাবর আলী। শর্ত ছিল, অর্ধেক টাকা গ্রহণের ৩ মাসের মধ্যে আকিদুল হক ওই দু’জনকে ফায়ার সার্ভিসে চাকরি পাইয়ে দিবেন। তাদেরকে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করেন আকিদুল হক। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সবুজ ও আশিককের চাকরি দিতে পারেননি তিনি। এরপর টাকা ফেরত দিতে আকিদুল হক তার সাথে দীর্ঘদিন ধরে তালবাহনা করতে থাকেন। গত ২৬ ডিসেম্বর বেলা ১১টায় অভিযুক্ত আকিদুল হককে ডেকে চাকরির জন্য দেয়া ৭ লাখ ৯০ হাজার টাকা ফেরত চান বাবর আলী। কিন্তু তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ কারণে কোন উপায়ন্ত না পেয়ে বাবর আলী আদালতে এ মামলা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!