যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন আগামিকাল মঙ্গলবার। রোববার শেষ দিনের প্রচার-প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত দিন কাটাচ্ছেন। এদিন রাত ১২ টার পরেই বন্ধ হয়ে যাবে মাইকের প্রচারণা, প্রার্থীদের গণসংযোগ, লিফলেট বিতরণ কিংবা পথসভা। এ কারণে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত রয়েছেন দেশের বড় দুটি দলের দু’জন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। এতদিনে তারা যেখানে যেতে পারেননি সেসব জায়গায় ছুটেছেন। আগামী ২০ অক্টোবর সদর উপজেলার মানুষ ভোট প্রদানের মাধ্যমে পেয়ে যাবেন তাদের অভিভাবক।
রোববার শেষদিনে সদর উপজেলা এলাকার ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করেন নৌকা প্রতিকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ও ধানের শীষের মোহাম্মদ নুর-উন-নবী। গত ৪ অক্টোবর দু’প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এরপর মানুষের মন জয় করতে টানা ১৫ দিন ভোটের মাঠে দিনরাত ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির এ দু’ প্রার্থী। আগামীকাল ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সদর উপজেলার পাঁচ লাখ ৬০ হাজার পাঁচশ’ ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের সমর্থনেই নির্বাচিত হবেন সদর উপজেলা চেয়ারম্যান।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে যশোর-৬ কেশবপুর আসনে এমপি নির্বাচন করে জয়ী হয়েছেন। এ কারণে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ নির্বাচন দিয়েছেন।
খুলনা গেজেট/এনএম