যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) সাথে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের (এডিটিইউ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, মাস্টার্র্স পর্যায়ে যৌথ ডিগ্রি প্রদানসহ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। সোমবার দুপুরে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এবং এডিটিইউ’র উপাচার্য্য অধ্যাপক ডক্টর নারায়ন চন্দ্র তালুকদার নিজ নিজ বিশ্ববিদ্যলয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
দু’টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল তাদের প্রতিষ্ঠান থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সমঝোতা স্মারক অনুষ্ঠানে যুক্ত ছিলেন। যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এ দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে। পরিচালনা করেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডক্টর অভিনু কিবরিয়া ইসলাম।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর তানভীর ইসলাম, আসামের ডাউন টাউন বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন ডক্টর মৃন্ময় বসাক, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. ফিরোজ কবির, একই বিভাগের প্রভাষক ডা. জাহিদ হোসেন ও ডা. কাজী এমরান হোসেন।
খুলনা গেজেট/ এসজেড