পথে জন্মানো শিশুর প্রসূতি মায়ের রক্তে ভেজা রাজপথ
পাথর দৃষ্টিতে আকাশ, বাতাস ফ্যালফেলিয়ে চেয়ে থাকে
মৃত মায়ের আঁচল ধরে কান্না ভেজা শিশুর মুখের দিকে
ধর্ষিতা লজ্জায় মুখ লুকায় পুলিশ পাহারায় চিতার আগুনে
এক মুঠো বাতাস না দিতে পারা পাহাদারদের
ছুড়ে দেওয়া সভ্যতার জঞ্জালে অস্পৃশ্য জীবনগুলো পবিত্র হতে নদীবক্ষে ভাসে, নিথর হয়ে।
মাতৃত্বে বিক্রয় হয় খোদার যন্ত্রণার মিটাতে।
ভীষণ যন্ত্রণা, অদ্ভুত এক নৈরাজ্য ঘিরে রেখেছে আমাদের।
চারিদিকে শুধুই অনিশ্চয়তা ‘না’ এর হাহাকার।
প্রবৃত্তির কাছে বিকিয়ে যাওয়া যৌবন,
প্রত্যাশাহীন দিন যাপন, ঝিমানো দৃষ্টিতে
ক্ষণে ক্ষণে একটু অনুভব করে নেওয়া নিশ্বাসের গতি, এইতো জীবন।
স্বপ্ন নেই, আশা নেই, ভালোবাসা নেই, শুধু ক্ষুধা মেটানোর তীব্র বাসনা।
আজ মস্তিষ্কটা শুধুই দেহের একটা অঙ্গ?
খুলনা গেজেট/এনএম