অভয়নগরে মাছের খাবার হিসেবে মৎস্য ঘেরে পোলট্রি মুরগির দুর্গন্ধযুক্ত বিষ্ঠা দেয়ার অপরাধে এক ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানজিলা আখতার এ জরিমানা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার ডুমুরতলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আতিয়ার রহমানের মৎস্য ঘেরে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো- অ- ১১-৩২৫২) থেকে পোলট্রি মুরগির বিষ্ঠা দেয়া হচ্ছিল। এসময় এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক চালক খুলনা ফুলতলা উপজেলা দামোদর গ্রামের মারুফ মোল্যা ও ঘেরের ম্যানেজার অভয়নগরের ডুমুরতলা গ্রামের মালেক শেখের ছেলে বিল্লাল শেখকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘের ম্যানেজার বিল্লাল শেখকে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। সন্ধ্যায় জব্দকৃত ট্রাক ও চালককে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া উদ্ধরকৃত বিষ্ঠা বিনষ্ট করা হয়।
তিনি আরো জানান, অভয়নগরে এক শ্রেণির মৎস্য ঘের ব্যবসায়ী পোলট্রি মুরগির দুর্গন্ধযুক্ত অবৈধ বিষ্ঠা মাছের খাবার হিসেবে ব্যবহার করছে। যা ঘেরর পানি ও মাছের জন্য ক্ষতিকর। আর ওইসব ঘেরের মাছ মানবদেহের জন্য চরম ক্ষতিকর। যশোর জেলার মধ্যে অভয়নগর উপজেলা মৎস্য উৎপাদনে সেরা হলেও এই চক্রটির দৌরাত্ম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বার বার জেল-জরিমানা করার পরও চক্রটি থেমে নেই। তিনি ওইসব মৎস্য ঘের ব্যবসায়ীদের সঠিক খাদ্য ব্যবহারের অনুরোধ জানান। অন্যথায় আইনের প্রয়োগ কঠোর করা হবে বলে জানান।
খুলনা গেজেট / আ হ আ