মেহেরপুরের গাংনীতে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন। উপজেলার সাহারবাটি ইউনিয়নের ধলাগ্রামে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন হলেন শাহারুল ইসলাম ও জাহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।
ওসি জানান, সোমবার সকালে নির্বাচনি প্রচারে মেম্বার প্রার্থী মঈনুল হক টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে টুটুল গ্রুপের দু’জন নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন।
আহতদের শুরুতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান ওসি বজলুর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম শাওন জানান, বেলা পৌনে ১১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। এর আগে পথেই দুজনের মৃত্যু হয়।
খুলনা গেজেট/এনএম