মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছেন, সত্যিকারের মুক্তিযোদ্ধারা প্রতিনিয়তই এটা নিয়ে বিব্রত বোধ করেন। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছি। প্রায় ৩ হাজার রিট মামলা রয়েছে তারমধ্যে কিছু মামলায় রায়ের অপেক্ষায় আছি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে। কারণ জাতির ইতিহাস তো অমুছনীয় থাকা উচিত। পরে তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী দুই জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপরে তিনি সব কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে মুজিবনগর ত্যাগ করেন। এর আগে তিনি বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছে রাত্রী যাপন করেন।
খুলনা গেজেট/এএজে