সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা (কেবিএ) কলেজের পাঁচ শিক্ষার্থী এবার সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সাফল্যের স্বীকৃতি সরূপ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এক অনুষ্ঠানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থী হলো, দেবহাটা উপজেলার সখিপুরের বাসিন্দা ও সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলীর ছেলে শিহাব যুহরী আবীর (রাজশাহী মেডিকেল কলেজ), কায়েস হোসেন (মানিকগঞ্জ কর্ণেল আব্দুল মালেক মেডিকেল কলেজ), খেজুরবাড়িয়া গ্রামের মেয়ে মমতাজ পারভীন( খুলনা মেডিকেল কলেজ), আলীপুর গ্রামের মেয়ে সুরাইয়া রুশনি ( বরিশাল শেওে বাংলা মেডিকেল কলেজ) এবং কালিগঞ্জের সাইহাটি গ্রামের ইমরান হোসেন (যশোর মেডিকেল কলেজ)।
সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি। অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মনিরুজ্জামান মহাসিন, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিহাব যুহরী আবীর, কলেজের বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা, আবিদ হাসান তানভীর প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজের সহকারি প্রভাষক আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলী, শিক্ষক স্বপন কুমার মন্ডল, আকরাম হোসেন, রঞ্জন কুমার মন্ডল, আজিজুর রহামন, আব্দুর রহমান, নাজমুল হুদা ডালিম, সামছুল হুদা কবির খোকন, দৌলতুনেচ্ছা পারুল, পারভীন সুলতানা, আমিনুর রহমান, তৌহিদুর রহমান, শাহজাহান কবির, রোকনউজ্জামান, আফতাবুজ্জামান মধু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি বলেন, মেডিকেলে চান্স পাওয়ার পর শুধু চিকিৎস্যক হলে চলবে না, মানুষের মত মানুষ হতে হবে। চিকিৎস্যক হয়ে মাটির দায় পরিশোধ করতে হবে। শুধু অর্থের পিছনে ছুটলে হবে না, নিজেকে মানব সেবায় ব্রতী হতে হবে। কেউ যেন তাকে কসাই না বলে মানব সেবক বলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।