খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, দক্ষিণাঞ্চলে মেগা প্রকল্প বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে এ অঞ্চলের মানুষ স্বাবলম্বী হবে। পদ্মা সেতু অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অর্থনৈতিক জোন বাস্তবায়িত হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দক্ষিণাঞ্চলে উন্নয়নে সরকারের সুনজর রয়েছে।
আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। আঞ্চলিক তথ্য অফিস, খুলনা এর আয়োজক। সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার কৌশিক দে বাপী।
প্রবন্ধে তিনি উল্লেখ করেন, পদ্মা সেতুর মধ্যদিয়ে ২১ জেলার মানুষ সুফল পাবে। দরিদ্রের হার কমবে। ৩৯ হাজার কোটি টাকা ব্যয়ে এ সেতু ব্যবহার করে খুলনা থেকে তিন ঘন্টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। পদ্মাসেতু এ অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করবে, মোংলা বন্দরের গতিশীলতা বাড়াবে। খুলনা-মোংলা ৬২ কি. মি. রেল লাইনের ৭৫ শতাংশের কাজ শেষ হয়েছে। ডিসেম্বরে বাকি কাজ শেষ হবে। রামপালে দিগরাজে মৈত্রি সুপার থরমার প্লান্টে এক হাজার তিনশ’ ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র এ বছরই উৎপাদনে আসবে। ৫৩৬ একর জমির ওপর রামপালের ফয়লায় পীর খানজাহান আলী (রঃ) বিমান বন্দরের নির্মাণ কাজ চলছে।
প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে বলা হয়, সুন্দরবনের আয়তন বাড়ছে, বাঘের সংখ্যাও বেড়েছে। পাঁচ হাজার চারশ’ ৫৬ কোটি টাকা সুন্দরবন বছরে আর্থিক অবদান রাখে। চিংড়ি প্রসঙ্গে উল্লেখ করা হয় বছরে ১২ হাজার পাঁচশ’ মেট্টিক টন বাগদা এবং ১৩ হাজার তিনশ’ মেট্টিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়। এবার খুলনা জেলায় দুই লাখ ৭০ হাজার মেট্টিক টন বোরো উৎপাদন হয়েছে। ডুমুরিয়া থেকে শাক-সবজি ইটালি ও ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সরকারের যুগান্তকারী পদক্ষেপ। যশোরের তিনশ’ পাঁচ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সুফল বয়ে আনবে। পায়রা বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শেখ রাসেল ইকো পার্ক পর্যটকদের সহজে আকর্ষণ করবে। ২৪ কোটি টাকা ব্যয়ে খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে। আগামী বছরের জুনের মধ্যে খুলনা ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজ সম্পন্ন হবে।
খুলনা গেজেট/ টি আই