খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

মূল্যস্ফীতি বেড়ে ৭.৪২ শতাংশ, ৮ বছরে সর্বোচ্চ

গেজেট ডেস্ক

দেশে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। রোববার (১৯ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। বিগত ১৮ মাসে তা সর্বোচ্চ ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেলল মে মাসের মূল্যস্ফীতির হিসাব।

দেশে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির এত বড় উল্লম্ফন গত ৮ বছরে দেখা যায়নি। এর আগে ২০১৪ সালে মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে তা পৌঁছেছে ৬ দশমিক ০৮ শতাংশ।

সে হিসাবে এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। তবে খাদ্য বহির্ভূত খাতে তা কমেছে।

গত এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে দাঁড়ায় ৬ দশমিক ৩৯ শতাংশ।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!