খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই
  গাজীপুরের শ্রীপুরে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২
  বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেপ্তার

মুত্তাকী-ইলমেদ্বীন

আবদুস সালাম খান পাঠান

হে প্রভু দয়াময়, ইলমে দ্বীনের জ্ঞানে, নামাজ রোজায়
ঈমান আমলে সহায় সুন্নাত তরিকায়, বানাইও মোরে মুমিন –
ও পরহেজগার।

তালিমের জ্ঞানে, তাকওয়া মাঝে ক্ষমা মহত্বে ধৈর্য্য দিও
আমায়। পার্থিব জীবনে আমার সকল আরাধনায়
যোগাইও শক্তি সাহস, বুদ্ধিজ্ঞান দিও – হে প্রভু, তোমার এতো মহিমায়।
রোগে-শোকে – আপদ-বিপদে জীবন পরীক্ষায় অসীম
মনোবল বাড়িয়ে-দিও,আমার – আত্নশুদ্ধিতে। তোমার
পরম ক্ষমায়, অপার দয়ায়।

শান্তি সুখের পথ দেখিতে, খুঁজিতে এই দুনিয়ায় –
তাফসীর, হাদীস, কালাম, ফিক্হায়,-জ্ঞানে ভূষিত
করো, মুত্তাকী বানাইও এই বান্দায়। জান্নাতী শোভায়,
ইলমে মারেফাতের জ্ঞান দিও, আধ্যাত্নিক সাধনায়
জিকির আযকার আরাধনায়,-। আমার সকল ইবাদত
বন্দেগী প্রার্থনায়। কবুল করো হজ, ফরিয়াদ, প্রার্থনায়।

রিসালাতের আনুগত্যে, নবীজির (সা:) আদর্শ, সুন্নাহ
পালনে দিও হিকমত বল, জীবনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ
করো,- ইসলামী আখলাক তাহজীব, তমদ্দুন এ
বিকশিত করো মন, কুরআনী জ্ঞানের চর্চায়।
ভালোবাসা ছড়িয়ে দাও, মানব কল্যানে, দেশপ্রেমে
আত্নত্যাগ,- গৌরবে। সদা সত্যপথে-হালাল
রুজীতে – দিও অসীম বরকত, সকল প্রাচুর্য,-
– নিয়ামতে। শুকরিয়া জানাতে।

হে প্রভু, প্রজ্ঞাময়, মহান, ইলমে দ্বীনের জ্ঞান চর্চায়
দিও সাফল্য, আমার উপাসনায়। দিবস রজনীর নিয়ত –
ফরিয়াদ,- আকুল প্রার্থনায়।

লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!