খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন
  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

গেজেট ডেস্ক

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৪ মে) ভোরে উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ওই ১০ জনকে আটক করে তারপর পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১০৫ মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন সমকালকে বলেন, সোনাপুর মাঝপাড়া সীমান্তের ১০৭ নম্বর পিলারের পাশ দিয়ে ১০ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঠেলে দিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর জেলার বুগেলহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), শার্শা উপজেলার কন্যাদা গ্রামের তাজউদ্দিন মোল্লার ছেলে তারিক হোসেন (২৫), অভয়নগর উপজেলার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস (৩৬), তার স্ত্রী রুপা বিশ্বাস (২৭) ও ছেলে জয়দেব বিশ্বাস (৮), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুর জেলার রাজুর উপজেলার হোসেন কান্দা গ্রামের বিল্লাল শেখের ছেলে রিপন শেখ (৩৫), খুলনার ডুমুরিয়া উপজেলার ঘনাবান্দা গ্রামের সুব্রত রায়ের ছেলে সেজুতি রায় (২০), বেয়ারাবিল গ্রামের দীপক রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইল সদর উপজেলার পংকবিলা গ্রামের অসীমের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২)।

বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১০ জনকে মুজিবনগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও বিজিবির তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ওই ১০ জনকে ভারতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে দেশটির মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের একত্র করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। সীমান্ত পার হওয়ার পর বিজিবি তাদের আটক করে তল্লাশি শেষে ক্যাম্পে নিয়ে যায়। তারপর পুলিশে সোপর্দ করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করেছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত প্রাপ্ত বয়স্কদের জেলা হাজতে প্রেরণ ও অপ্রাপ্ত বয়স্ক শিশুটির সার্বিক বিষয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!